প্রিয় শিক্ষকগণ,

আসসালামু আলাইকুম ৷“শিক্ষকের কলাম” গ্রুপে সবাইকে স্বাগতম। “শিক্ষা জাতির মেরুদন্ড” আর এই শিক্ষাকে গতিশীলতা দান করেন শিক্ষকেরা আর এই শিক্ষকদের নিয়েই এই ফেইসবুক গ্রুপটি “শিক্ষকের কলাম”

আমরা বাংলাদেশের গর্বিত শিক্ষক মন্ডলী। আমরা বিশ্বাস করি যে, সকল শিক্ষকদের শিক্ষা দানের মাধ্যমে  একটি ডিজিটাল ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলা সম্ভব। শিক্ষার উন্নয়ন সহ শিক্ষকদের পেশাগত মান উন্নয়ন, তথ্যপ্রযুক্তিগত দক্ষতাবৃদ্ধি, ভাষাগত উৎকর্ষতা সাধন ও শিক্ষকদের জন্য কল্যানকর কিছু সৃজনশীল ধারনা উদ্ভাবন, শিক্ষা ও শিক্ষকদের উন্নয়নে শিক্ষন শেখানো কার্যাবলীর বিভিন্ন সমস্যা ও সমাধান, শিক্ষা মূলক পোষ্ট, জ্ঞান ভিত্তিক সমাজ গঠনে মূল্যবান পরামর্শ  প্রদান  করে একটি সমৃদ্ধ, সুখী ও ডিজিটাল বাংলাদেশ গঠনে সম্পূর্ন অরাজনৈতিকভাবে পরিচালিত এটি একটি অনলাইন ভিত্তিক ফেসবুক গ্রুপ।

কার্যাবলী : “শিক্ষকের কলাম” গ্রুপের মেম্বারগণ তাদের পেশাগত উন্নয়নে তাদের অভিজ্ঞতা, শিক্ষামূলক সংবাদ, বিনোদন মূলক গল্প, শিক্ষা প্রতিষ্ঠানের বিভিন্ন সচিত্র কার্যক্রম, স্কাউটিং কার্যক্রম, শিক্ষাবিষয়ক তথ্য, জাতীয় দিবস উদযাপন ও সচিত্র সংবাদ, মাল্টি মিডিয়া কন্টেন্ট তৈরি ও পরিচালনা অভিজ্ঞতা, আর্থিক ভাবে অস্বচ্ছল শিক্ষকদের স্বাস্থ্যগত সমস্যার সময় তাদের সাহায্য করা, শিক্ষকদের ভালো কাজের জন্য উৎসাহিত করা, শিক্ষকদের তথ্যপ্রযুক্তিগত উন্নয়নে উদ্যোগ গ্রহণ করা, শিক্ষকদের আর্থ সামাজিক উন্নয়নে সচেতনতা তৈরি, শিক্ষক বাতায়ন ও কিশোর বাতায়ন, মুক্তপাঠ সম্পর্কে প্রচারনা ও সদস্য ভুক্তি করনে সহযোগীতা করা- এই ফেসবুক ভিত্তিক গ্রুপের মূল কার্যাবলীর অন্তর্ভুক্ত। বাংলাদেশের সকল স্তরের সম্মানিত শিক্ষক এই গ্রুপের সদস্য  হতে ও মতামত দিতে পারবেন। এই গ্রুপটি এডমিন ও মডারেটর প্যানেল দ্বারা পরিচালিত হবে।

বিঃদ্রঃ যদি কোন সদস্য রাষ্ট্র বিরোধী, সমাজ বিরোধী এবং ধর্মীয় উস্কানিমূলক কোন পোষ্ট করেন তবে তার দায়ভার পোষ্ট কারীকেই নিতে হবে। এর জন্য গ্রুপের এডমিন ও মডারেটরগণকে দায়ী করা যাবে না।

পরিশেষে “শিক্ষকের কলাম” এর সকল সদস্যর প্রতি রইল আমাদের অফুরন্ত ভালোবাসা ও শুভ কামনা ৷ সকল সদস্যদের কল্যাণ, সুন্দর জীবন ও সু-স্বাস্থ্য কামনা করছি।

ধন্যবাদান্তে

এডমিন ও মডারেটর প্যানেল

“শিক্ষকের কলাম” গ্রুপ।

D‡Ïm¨

1. “শিক্ষা জাতির মেরুদন্ড” আর এই শিক্ষাকে গতিশীলতা দান করেন শিক্ষকেরা আর এই শিক্ষকদের নিয়েই গঠিত এই অনলাইন গ্রুপটি।

সমসাময়িক বিষয়ের উপর লেখা প্রবন্ধ, গল্প, কবিতা, ছড়া ইত্যাদি বিষয়গুলির মাধ্যমে শিক্ষকদের সৃজনশীল চিন্ত-ভাবনা প্রকাশ এর একটি প্লাটফর্ম হিসেবে প্রতিষ্ঠিত করাই গ্রুপটির প্রধান উদ্দেশ্য।

bxwZgvjv

1. এটি একটি সম্পূর্ণ অরাজনৈতিক গ্রুপ ৷ এই গ্রুপে কোন ভাবেই কোন রাজনৈতিক বক্তব্য, কাউকে কটাক্ষ করে কোন কথা, ধর্মীয় অনুভুতিতে আঘাত লাগে এমন কোনকিছু, অশালীন কোন পোস্ট এবং কমেন্ট করা যাবে না।

2. গ্রুপের পোস্ট বা যে কোন বিষয় -এ পরামর্শ কিংবা অভিযোগ থাকলে তা এডমিন দের জানাবেন সাথে মেনসান করবেন, কোনভাবেই নিজেদের মধ্যে বাক-বিতণ্ডা বা তর্ক-বিতর্কে জড়ানো যাবে না।

3. সমসাময়িক প্রেক্ষাপটের ভিত্তিতে বিভিন্ন খবর, আলোচনা ইত্যাদি পোষ্ট করা যাবে ৷ তবে খবরের ক্ষেত্রে দেশের স্বীকৃত জাতীয় পত্রিকার লিংক দিতে হবে ৷

4. অশালীন কোন কৌতুক বা ফান পোষ্ট করা যাবে না। জরুরী মানবিক পোষ্টগুলি করা যাবে, যেমন পরিচিত কারো রক্তের প্রয়োজন৷

5. কপি না করে সরাসরি পোস্ট করতে হবে। নিজ আইডির ওয়াল থেকে পোষ্ট শেয়ার করা যাবে। কোনভাবেই নিজ ওয়াল ছাড়া অন্য শেয়ার, কোন লিংক পোস্ট বা কোনকিছুর এড পোস্ট করা যাবে না।

6. দেশের প্রচলিত আইন ও প্রশাসন বিরোধী এবং ভিত্তিহীন বা ভূয়া খবর পোষ্ট করা যাবে না ৷ v ইনবক্সে যে কোন ধরনের সম্পর্কের দায় ভার সদস্যেদের নিজের। এ ক্ষেত্রে গ্রুপের এডমিন গণকে কোনভাবেই দায়ী করা যাবে না।

7. গ্রুপে যে কোনো ধরনের পোস্ট এপ্রুভ বা বর্জন করার বিষয়ে এডমিন ও মডারেটর প্যানেলের সিদ্ধান্তই চূড়ান্ত।

8. প্রয়োজনে এডমিন প্যানেল এর মতামতের ভিত্তিতে, সময় ও পরিস্থিতি বিবেচনায় গ্রুপের রুলস/নিয়ম নীতি সংযোজন, বিয়োজন, পরিবর্তন ও পরিবর্ধন হতে পারে।