সৃজনশীল লেখা(কবিতা) ফারহানা রহমান ।।

নীল
ফারহানা রহমান

নীলের প্রতি আমার ভীষণ দূর্বলতা
নীলের বিরহে আমার অন্তঃকরণে
রক্তক্ষরণ হয়,রক্তের বন্যাবয়
আকাশের বিস্তীর্ণ নিলীমায়
হৃদয়ের সমস্ত শুভ্রতা দিয়ে
কোন ঝলমলে সকালে
একেঁছিলাম কিছু স্বপ্ন বিবরন।
অনেকদিন হলো আমার আর
আকাশের পানে তাকানো হয়না।
স্বপ্নগুলোর বিবরন ভুলে গেছি!
জীবনের পরতে পরতে দুর্বিষহ দহন
টানাপোড়েনের বিষাক্ত ছোবল
অবেলায় জীবনে এনেছে বেদনার নীল।
তাই,
আকাশ দেখবার ফুসরত নেই আমার!
রাত্রি নিশিতে জগত যখন গভীর ঘুমে অচেতন
আমি তখন ফুরসত খুঁজি,
সাহস করে আকাশের পানে তাকাই,
স্বপ্নগুলো তালাশ করি।
কিন্তু,
নিকষ কালো আঁধারের গায়ে লেগে
আমার দৃষ্টি আমার কাছেই ফিরে আসে বারবার
ফলে,
আমার আর আকাশের নীল দেখা হয়না!
আমি নির্বাক হয়ে বসে রই!


স্বপ্ননীড়২২/০৩/২০২২ খ্রীঃ
আমি আমাতেই।

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *