সৃজনশীল লেখা(কবিতা)।।  

ঘৃনা
পারুল আক্তার

তুমি আমায় ঘৃনা করো
তাতে আমার কোন আপওি নাই
আমার জন্য যে তোমার কষ্ট হয়
এটার জন্য আমি দুঃখ পাই ।

তুমি ত ভালো তবে আমার জন্য এমন হলো
এই কথাটায় আমায় কষ্ট দেয়
যখনি বলো জীবন খুব বিচিত্র
তখনি মনে অনেক ব্যথা হয় ।

তখন নিজের প্রতি নিজের ঘৃনা হয়
তুমি কী… ঘৃনা করবে আমায়
ঘৃনা আমি নিজেকে করি নিজে
রুপে আমি সুন্দরী নয় ।

গুনে নয় বটে আমি
বর্তমানে আমি ঘৃনার তালিকায়
জানি কপাল আমার ভালো না
তবু ও বেছে আছি আলোর অপেক্ষায় ।

তবে বর্তমানে মানুষ হিসাবে অসহায়
জানিনা তুমি যদি ঘৃনা করো
ভবিষ্যতে কি হবে আমার উপায়
তুমি যত ঘৃনা করো আমায়
তবু ও শান্তি পাই তোমারি ছায়ায় ।

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *