সৃজনশীল লেখা(কবিতা) ফারহানা রহমান ।।

অসম্পূন স্বপ্ন গুলো
ফারহানা রহমান

জীবনের রঙিন স্বপ্নের ছোঁয়ায়
স্বপ্ন গুলো এঁকেছি আলপনায়
রঙিন প্রজাপতির ডানায় প্রাণের প্রণয়ী মেখে
ডানা মেলে আকাশে উড়িয়ে পাখনা।
লেখা পড়ায় ভালো ছিলাম
বাবা বিয়ের সময় জানতে চায়
মেয়ে আমার লেখা পড়া চালিয়ে যেতে চায়
শ্বাশুড়ি কথা দেয়।
উল্টো চিত্র দেখা মেলে
শিকলের বেড়িবাঁধ তেরী করে
বাবার বাড়িতে যাওয়া চলবে না
হুকুমজারি হয়
সংসারের যাঁতাকলে স্বপ্ন গুলো
একেবারে ধরাশয়ী হয়ে
বিসর্জন দিতে হয়।
রঙিন প্রজাপতি আলোর দেখা মেলে না
গুমরে গুমরে জীবন কাটে
প্রফেসর স্বামীকে বলতে গেলে
লেখা পড়া চালিয়ে যেতে
বাধ্যগত স্ত্রী হয়ে হুকুম তালিমের চাকর মাত্র
বাইরে যাওয়া চলবে না।
শিকলের বেড়ি পায়ে পিষ্ট হয়
মুখ বন্ধ, আশা আকাঙ্খা, জলাঞ্জলী
সারা দিন কাটে সবার মন জুগিয়ে।
এভাবেই দিন কাটে
স্বপ্ন গুলো প্রাপ্তি মেলে না
অশিক্ষিত বউয়ের তকমা গায়ে লাগিয়ে
সংসার নামক বেড়িবাঁধে
উঠতে বসতে মন্দ কথা
কীটপতঙ্গের জীবন গাঁথা
বেড়িবাঁধ প্রতিবন্ধকতা
উতরিয়ে সাফল্য অর্জন হয় না
শিকলের টানাটানি,রক্তাক্ত হয় দেহ মন
শিকলে বাঁধা জীবন
অদৃশ্য শিকলে বন্দী।
নিহারীকা কলোনি( বি এ এফ) ঢাকা

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *