|

সৃজনশীল লেখা(কবিতা)

মেকমিষ্টি করোনাকালীন যোদ্ধা
পারুল আক্তার

বিশ্ব জুড়ে ভয় আনলো মৃত্যুর মিছিল
২০১৯শে আগত covid 19।
করোনার জন্মদাতা প্রতিবেশী চীন।
পৃথিবী জুড়ে বয়ে চলছে মৃতুর মিছিল।
হয়েছে কত মায়ের কোল খালি
শত শত পরিবার গেছে জলাঞ্জলি।
করোনা আজও তুমি শান্ত হও নি
আর কত মৃত্যুর মিছিল বহন করবে তুমি।
আমরা ও প্রস্তুত বাংলার শিক্ষক মন্ডলী
শিক্ষা ব্যাবস্থাকে ভেঙেছো করোনা তুমি।
করোনাযোদ্ধা বাংলার সাহসী শিক্ষকরা
সত্যি কী ভেঙেছো,করেছো কী ক্ষতি!
মোটেই না,শিক্ষাই জাতির মেরুদণ্ড
যা তোমাকে করবে কঠিন পরস্ত।
তাই শিক্ষা ব্যবস্থা আমরা রেখেছি চলমান
করোনার ভয় আমরা করিনা,করবোওনা।
ছাত্র-ছাত্রীর দুয়ারে দুয়ারে গিয়েছি
অনলাইনের মাধ্যমে শিক্ষা পৌছিয়েছি।
সারা বাংলার শিক্ষক মন্ডলী
করোনাকে ভয় করিনি।
শিক্ষা ব্যাবস্থাকে হার মানতে দেইনি
সারা বাংলার কোন স্কুল থামেনি।
লড়েছে শত শত শিক্ষক নারীও পুরুষ
১৮ মাস পর আবারও ফিরেছি কর্মস্থলে।
করোনা তোমাকে আমরা ভয় করিনি
আমরাই জিতেছি,আমরাই জিতবো।
তোমাকে হারানোর পথে আছি,তুমিই হারবে
পৃথিবী এবার পাবে করোনা মুক্তির সনদ।।

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *