সৃজনশীল লেখা(কবিতা) নাছিমা আক্তার পপি ।।

মাগো তোমায় ভালবাসি
নাছিমা আক্তার পপি

মাগো তোমায় ভালোবাসি,এজীবনের থেকেও বেশী।
দুঃখ যত যাই ভুলে সব,দেখলে তোমার মুখের হাসি।
অবুঝ যখন ছিলাম মাগো,বুঝিনি তোমার মন।
অজান্তেই তোমায় আমি,জালাতাম সারাক্ষণ।
শুধুই মনে পরে মাগো,ছোট্ট বেলার কথা।
অকারণেই বারবার, তোমায় দিতাম ব্যথা।
ভালবাসতে আমায় মাগো,অনেক যতন করে।
মোর পীড়াতে সুখ কুঁড়াতে,আঁচল ভরে প্রভুর তরে।
মাগো তোমার ভালোবাসা, মধুর থেকে মধুর।
যতোই তোমায় ডাকি-গো মা,মন ভরেনা মোর।
মুক্তা যেনো ঝরে মাগো,তোমার মুখের হাসিতে।
অগ্নি যেনো ঝরে-গো মা,তোমার অশ্রু জলেতে।
মুখপানে চাহি তোমার,স্বর্গ খোঁজে পাই।
তোমার নামই বারেবারে, যপি আমি তাই।
মলিন মুখটি দেখলে তোমার,সবই ভুলে যাই।
তোমার কষ্টে বুক ফাটে মোর,সহিতে না পাই।
হাজারো ভুল করেছি মা,তোমার তরে আমি।
ক্ষমা করো বুকে রেখো,আমায় মাগো তুমি।
তোমার কোলেই যেনো মা,আমার মরণ হয়।
ভালোবাসার চুম্বন দিয়ে,দিও গো মা বিদায়।
পরকালে আর চাইনা কিছু,তোমায় পাশে চাই।
তোমার দুটি চরণ তলে, দিও গো মা ঠাঁই।
তোমার ঋণ কভু মা,শোধ হবার নয়।
তোমার পায়ে ঠাঁই পেলেই,হবে আমার জয়।
এ ধরায় তুমি মাগো,বড় মহিয়ান।
তোমার তরে হাসি মুখে,দিতে রাজি এই প্রাণ।
তুমি মোর সুখের স্বর্গ,বেঁচে থাকার প্রাণ।
ভালবাসি তোমায় মাগো,করি-গো সম্মান।

নাছিমা আক্তার পপি

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *