সৃজনশীল লেখা(কবিতা) দশটি গুণ খায়রুন্নাহার শিরিন।।

দশটি গুণ
খায়রুন্নাহার শিরিন
তাং- ২৭- ০১-২০২০.

শিক্ষক আমি বন্ধু আমি
আমি তোদের মা,
মন দিয়ে শোনরে সবাই
বলছি আমি যা।

দশটি গুণের সমন্বয়ে
জীবন গড়তে হবে,
সারাটা কাল কাটবে ভালো
সুখে রবে তবে।।

নিয়মানুবর্তীতা, শৃঙ্খলাবোধ
আরো সততা,
নিজের মাঝে করবে লালন
এটাই আসল কথা।

সময়ানুবর্তীতা ও সচেতনতা
থাকবে যার মাঝে,
সফলতা নিশ্চয় তার
আসবে সকল কাজে।

দেশপ্রেম ও নেতৃত্ব গুণ
থাকা চাই বটে,
নইলে কিন্তু সবই বৃথা
আঁকবে যা পটে।

ভালো কাজে করতে হবে
সক্রিয় আংশগ্রহণ,
সবার তরে থাকতে হবে
সহযোগিতার মন।

টিকে থাকার পরম মন্ত্র,
নামটি সহিষ্ণুুতা,
আদর্শ জীবন গড়তে লাগে
এই দশটি সূতা।

আজকে তবে কর সবে
জীবন গড়ার পণ,
একে একে দশটি গুণের
চলবে অনুশীলন।

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *