সৃজনশীল লেখা(কবিতা) উর্মি বড়ুয়া।।

দ্রব্যমূল্য
উর্মি বড়ুয়া
“দ্রব্যমূল্যের উর্ধ্বগতিতে জনগনের জীবন হয়ে উঠেছে দুর্বিষহ ,
চলছে নিরব দুর্ভিক্ষ,
তাই জনজীবনে নাভিশ্বাস চরমে ওঠেছে।
আয় বেড়েনি একটাকাও,
ব্যয় বেড়েছে লাগামহীন ভাবে,
ব্যবসায়ীরা সিন্ডিকেট করে দ্রব্যমূল্যের দাম বাড়াচ্ছে হুট হুট করে,
গরীব, মধ্যবিও কাঁদছে নিরবে নিভৃতে।
ব্যবসায়ীরা হচ্ছে দিনে দিনে বড়লোক,
নিত্যপণ্যের মূল্যবৃদ্ধিতে জনগণের মাথায় নেই হুশ।
অভাব আর দারিদ্র্যের কশাঘাতে,
আজকের জনজীবন দুঃখ ও হাহাকারে পূর্ণ।
জনগনের ওপর চেপে বসেছে দ্রব্যমূল্যের বৃদ্ধির ঘোটক।
একদিকে দ্রারিদ্র্যের অভিশাপ অন্যদিকে দ্রব্যমূল্য বৃদ্ধি তাদের জীবন কুঁড়ে
কুঁড়ে খাচ্ছে,
দ্রব্যমূল্য বৃদ্ধি আমাদের সামাজিক, জাতীয় ও অর্থনৈতিক জীবনে এক দুষ্ট
রাহু।
রাহু হতে মুক্ত হবো কখন বলতে পারো কেউ কি ??
স্বাধীন দেশে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের বলগাছাড়া অবস্থা,
দরিদ্র ব্যক্তিদের পক্ষে বজ্রাঘাত জীবন ধারণের সমতুল্য,
হচ্ছে সকল জিনিসের অগ্নি মূল্য।

উর্মি বড়ুয়া

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *