সৃজনশীল লেখা(কবিতা)।।

মুখোশের আড়ালে
কলমে- কবিতা রায়

বাহিরে সবাই সাধু বটে
অন্তরে লুকায়িত লোভ,
দেখে অন্যের সফলতা, উৎকর্ষতা
মনে জাগে ক্ষোভ।

শুভাকাঙ্ক্ষীর মুখোশ পরা এরা
মুখে বলে বেশ,
অন্তর্জ্বালা ও পরশ্রীকাতরতায়
পুড়ে হয় শেষ।

নিজের বিফলতার দায় সর্বদা
চাপায় অন্যের ঘাড়ে,
হীন বাক্য বানে তারা
রূঢ় আলোচনা করে।

করে গর্ব নিজেকে নিয়ে
অহংকারে ভরা মন,
করে তুচ্ছ অন্যের সফলতাকে
আছে এমন হীন জন।

শাস্ত্রে বলে ,কর কর্ম,
বর্জন কর ফলাকাঙ্ক্ষা ,
নচেৎ ঘটবে অকস্মাৎ দুর্গতি
সাধুজন করেন আশঙ্কা।

দেখে বহিরাংগ বুঝবে না
মানবের বিচিত্র চিত্র,
পাল্টে যায় স্বার্থের খাতিরে
ক্ষণে ক্ষণে হৃদয় ক্ষেত্র।

হায়রে অর্বাচীন মানব কূল,
মনে আনো হুশ
হৃদয় সাজাও সরলতায় ,মাধুর্যতায়
বর্জন কর মুখোশ।

মুখোশ পরা মুখোশ ধারীদের
দিতে হবে সমুচিৎ শিক্ষা,
সময় এসেছে রুখতে হবে এদের
নেব মোরা এই দীক্ষা।।

কবিতা রায়

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *