সৃজনশীল লেখা(গল্প) মোসা: সারমিন খাতুন।।

অমর প্রেম
মোসা: সারমিন খাতুন

উফ্… এই লোকটাকে আর পারা গেলো না। দরজা খুলে ডাকপিয়নের কাছ থেকে চিঠিটা গ্রহণ করলেন সেলিনা বেগম। এরপর ফোন করে সানাউল্লাহ সাহেবকে আচ্ছা করে বকা দিলেন।
সেলিনা বেগম: তুমি জানো না বাড়িতে আজ মেহমান এসেছে?
সানাউল্লাহ সাহেব: আচ্ছা, জানিতো।
সেলিনা বেগম: তাহলে কেন…? এইতো কিছুক্ষণ আগে আমার হাতে নাস্তা খেয়ে অফিসে গেলে!
সানাউল্লাহ সাহেব: তো কী হয়েছে!
সেলিনা বেগম: বাড়িতে আজ এতো এতো কাজ তারপরও তুমি…।
সানাউল্লাহ সাহেব: প্রতিদিন অফিসে এসে তোমাকে চিঠি না লিখলে আমি শান্তি পাই না যে।
মোবাইলে কী সাধ মিটে ! আমি চিঠি পাঠালে তুমি সেই চিঠি পড়ো, বালিশের নিচে লুকায়ে রাখো, আবার বের করে চুপিচুপি পড়ো, মুচমুচ করে হাসো আর আমাতেই সারাক্ষণ ডুবে থাকো। মোবাইলে কী ভালোবাসার এতো রেশ থাকে, বলোতো!
সেলিনা বেগম: ইস্ লোকটাকে বোঝাতেই পারলাম না আজ বাড়িতে মেহমান তাই কাজ সামলাতে হিমশিম খাচ্ছি আর সে…। শোনো, আজ দুপুরে খাবার পাঠাতে পারছি না, বাড়িতে এসে খেয়ে যেও।
সানাউল্লাহ সাহেব: আচ্ছা, আচ্ছা।
অতিথি : আচ্ছা আপা, এতো রাগছেন কেন? এই সব সম্ভবের যুগে এমন জীবনসঙ্গী ক’জনেরবা জোটে!

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *