|

সৃজনশীল লেখা(কবিতা)।।

প্রাণের ব্যাচ SSC☛❾❼
এম, আবু নোমান

৮৬তে শিশুতে, ৮৭তে ক্লাস ওয়ান,
মনটা শুধু পড়ে থাকত চকলেটের দুয়ান।
৮৮তে যখন ক্লাস টু, ৮৯তে থ্রি,
ঘুড়ি উড়াতে দৌড়ে যেতাম মনটা থাকত ফ্রি।
৯০তে ক্লাস ফোরে আবার ৯১তে ফাইভে,
মধুর কন্ঠে সবাই তখন জাতীয় সঙ্গীত গাইতাম।
৯২তে ক্লাস সিক্স-এ দেখি অনেক নতুন মুখ,
নতুন নতুন বন্ধু পেয়ে ফুটবল খেলায় সুখ।
৯৩তে ক্লাস সেভেন হরেক গান গাইতে শুনি,
সিগারেটের খুলনা দিয়ে হাজার টাকা গুনি।
৯৪তে এইটে যখন খেলায় থাকত মণ,
লাঠিম দিয়ে খেলা জমতো আপন বন্ধু জন।
৯৫তে নাইনে পড়তে বড়শি হাতে নিতাম,
কই টাকি মাছ ধরে মায়ের হাতে দিতাম।
৯৬তে টেন-এ পড়তে সে আমায় দেখে হাসে,
মনটা পড়ায় বসতে চায় না ঐ হাসিটা ভাসে।
৯৭তে পরীক্ষা দিয়ে কলেজ লাইফে গেলাম,
এ বয়সে অনেক বন্ধু প্রাণের ব্যাচ ৯৭পেলাম।

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *