সৃজনশীল লেখা(কবিতা) প্রতিযোগিতা

নেই মরনের ভয়
কলমেঃ রুবিনা আক্তার রুবি

অভিনেতা সংখ্যায় বেশি
নীতির বড্ড অভাব
স্বার্থের জন্য সবই পারি
নেই কোন জবাব।।
শ্লোগানে আর বেশ- ভূষনে
বড্ড পরিপাটি
ইশারাতেই চলে আবার
সহস্রাধিক লাঠি।।
থামুন এবার বেশ হয়েছে
ওহে নেতা ভাই –
শপথ করে ভূলে গেলেন
লজ্জা সরম নাই।
“অন্য আয়’” আর অন্যায় করা
সমান যদি হয়
তার বিরুদ্ধে লরই যাবো
নেই মরনের ভয় ।।
মানবতাই পরম ধর্ম
তাই যদি হয় সত্য
কল্যাণ কাজে নিজেকে আমি
বিলিয়ে দিব নিত্য।
নিঃস্বার্থ নই মোটেও আমি
স্বার্থের জন্যই বলা-
আপনি চাইলেই গড়ে উঠবে
স্বপ্নের সোনার বাংলা ।

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *