সৃজনশীল লেখা(কবিতা) সারমিন খাতুন।।

বসন্ত বাতাসে
মোসাঃ সারমিন খাতুন

মেঠো পথে উড়ছে ধুলো
শুকনো বাতাসে ভাসছে তুলো।

শাখায় শাখায় পুষ্পক
লিক্ষণ গুনছে পিপড়ে অলি।

চরছে ধেনু ঐ যে দূর
আসছে ভেসে বাঁশির সুর।

উড়ছে বুড়োর সাদা চুল
কিশোরীরা দেখে হেসে ব্যাকুল।

উদাস মনে ফোকলা হাসে
ভরছে হৃদয় শিরশিরে বাতাসে।

দোল লেগেছে তরুন মনে
হাসছে তাই ক্ষণেক্ষণে।

ললনার মাথায় বুনোফুল
দমকা হাওয়ায় দুলছে দুল।

কলসী কাঁখে এলোকেশে
বধুয়া যায় মুচকি হেসে।

দস্যি মেয়ের একী কান্ড!
সারাটাদিন ঘুরছে পন্ড।

রঙ লেগেছে পলাশবনে
সতেজতা শিমুলের প্রাণে।

আম্রকাননে মৌ মৌ গন্ধ
কবিগণ বসে মেলাই ছন্দ।

মিষ্টি হাওয়ায় শুকনো মাটির ঘ্রাণ
সেচে কৃষক ফেরাচ্ছে প্রাণ।

ধরছে আগুন পথমাঠে অকারণ
আগুন নিয়ে খেলতে বারণ।

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *