সৃজনশীল লেখা(গল্প) প্রতিযোগীতা ।।

” মনের খোলা জানালা “
উর্মি বড়ুয়া

মনে মনে তোমাকে বসিয়েছি হৃদয়ের মন্দিরে , তাই তোমাকে চাই আমার মনেরি আঙ্গিকে, তাই হারিয়ে যেতে চাই রঙ্গিন স্বপ্নে কল্পনায় মনের সব রং দিয়ে । ভোরের সূর্য যখন উদিত হয় পূর্বাকাশে , তোমার কথা ভাবি আর চেয়ে থাকি মনেরি খোলা জানালার ফাঁক দিয়ে ;ভাবতে থাকি তোমার সকল ———শরীরে নেমে আসে ক্লান্তি একটু স্বস্তির নিরবতায় তোমাকে চাই । সন্ধ্যা যখন গোধূলির সাথে সন্ধি করে তখন তোমাকে নিয়ে রেললাইনের ধারে হাতে হাত ধরে হাঁটতে কাছে পেতে চাই । অমাবস্যার রাতে ! ঘোর অন্ধকারে তুমি আসবে চুপি সারে আমার ঘরে মনেরি জানালায় , তোমার স্পর্শ চাই একান্ত সঙ্গোপনে । ভালোবাসায় মানুষ হারিয়ে যায়, হারিয়ে ফেলে নিজেকে , অনেক অনেক দিন নিজেকে নিয়ে ভাবিনি , ভাবার সময়ও হয়ে উঠিনি , তাই প্রতিনিয়ত নিজেকে খুঁজে পেতে চাই তোমার মধ্যে, তোমাকে ভালোবাসার মধ্যে দিয়ে ভালোবাসি নিজেকে । আগের মতো এসো , আমিহীন এই আমি লিখে দিই তোমাকে , অবিরত, সুখ – দুঃখ, বেদনা- ভরা ব্যাথাগুলোর কথা। কারণ আমার বসবাস তো ভালোবাসার মধ্যে তোমার। সুখেতে দুঃখ , হাসিতে কান্না, আনন্দে প্রতারণা, উল্লাসে প্রবঞ্চনার দীর্ঘশ্বাস প্রেম আর ভালোবাসায় । মনের খোলা জানালায়,রোজ ভোরে – দুপুরে – রাএে জেগে উঠি তোমাতে। আমি যখন থাকব না পাশে কিংবা কাছে তখন তুমি খুঁজে নিও মনের মন্দিরে । ছেড়ে যেও না, ছেড়ে যাওয়ার মতো করে নয়, ভালোবাসার, ভালো বাসলে ভালোবাসিতে পারার মতো। তোমার কাজল কালো চোখের আলোতে মনেরি জানালায়, আমি তো আমার মধ্যে থাকি না ;আমি আমার আমিটাকে ভেঙে গড়ি তোমার মনের মতো করে , রাতের অন্ধকারে আকাশে তারার মাঝে সূদুর পানে চেয়ে থাকি , আমার ভিতরের সও্বাটাকে বিলিন করি তোমার সও্বাতে। ভালোবাসা এমনই !! দু’ জনের মনের মিল হলে ও আসলে দুজন আলাদা আলাদা সও্বার মানুষ । তাই ভালোবাসায়, প্রেমের অমিল, থাকে বিভেদ ও বিরহ। যখনই তোমাকে নিয়ে স্বপ্ন দেখি, স্বপ্নের কথা বলি, তখন তুমি বলো আমি পাগলামি করছি। আজ অনেক দিন হলো তোমার সাথে কথাও বলিনি,মনেরি খোলা জানালায় তোমার নিত্য আসা যাওয়া তাতেও ভাটা পড়লো , প্রতি দিন তোমারি অপেক্ষায় পথ পানে চেয়ে থেকেছি , আসবে তুমি, একটু শান্তি, একটু আনন্দের প্রতিক্ষায় প্রতিটি মুহূর্ত অপেক্ষায় আছি। অথচ দেখো – প্রতি দিন, প্রতিক্ষণ ভাবলাম আরো কিছু দিন চকিতে ভাবলাম মনের খোলা জানালা ধরে , কখনো হারিয়ে যাবে না তুমি মোরে, যেমন ক’ দিন । আনন্দ, বেদনায় , স্পর্শে কাতর হবে না যদিও –তবুও চিরকাল থাকব অপেক্ষায় । জানালা খুলে আকাশ দেখি রোজ কখনো রোদ্দুর , কখনো মেঘ , কখনো বৃষ্টির ঝনঝন শব্দ, তাই পুরানো দিনের কথা, স্মৃতি মনে পড়ে রোজ, আমি বাতাস নীলাভ সমুদ্দুর । রচনাকাল ঃ ০৫/০৩/২০২২ ইং। সময়ঃ – ১২.১১ মিনিট।

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *